আর্কাইভ থেকে বাংলাদেশ

ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে লিটনের শতক

ইনিংস পরাজয় এড়ানোর লড়াই চালিয়েছেন লিটন দাস। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশের এই স্টাইলিশ ব্যাটার। টেস্ট ফরম্যাটে দারুণ ফর্মকে টেনে নিয়ে দলের প্রয়োজনের মুহুর্তে ক্রাইস্টাচার্চের কন্ডিশনের বিপরীতে পুরো দলকে দেখালেন, কীভাবে পাল্টা আক্রমণে ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে হয়। কাইল জেমিসনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে এই মিডল অর্ডার ব্যাটারের উইলো থেকে এসেছে ১০২ রানের এক ঝলমলে ইনিংস।

টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে আবারো ব্যাটিং বিপর্যয় হয় সফরকারীদের। তাতে ইনিংস ব্যবধানে পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে লিটন-সোহানের জুটিতে এই ম্যাচে প্রথমবারের মতো কিছুটা প্রতিরোধ গড়তে দেখা যায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশকে। এই দুজনের ১০১ রানের জুটি ভেঙে যায় সোহানের বিদায়ে। ৭টি চারের সাহায্যে ৩৬ রান করেন নুরুল হাসান সোহান। এরপর টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পর সাজঘরে ফেরেন লিটন দাস। এই রান সংগ্রহের পথে ১৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন