আর্কাইভ থেকে বাংলাদেশ

নির্ধারিত দিনেই নাসিক নির্বাচন: ইসি

করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করাসহ ১১ দফা নির্দেশনা দিয়ে সরকার বিধিনিষেধ আরোপ করায় সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সময়মতো হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। এসব সংশয় কাটিয়ে নির্বাচন নির্ধারিত দিনেই  (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, নাসিক নির্বাচন আয়োজন না করার মতো পরিস্থিতি এখনো হয়নি। তাই নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষে ইসি।

এর আগে, আগামী ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে বলে সোমবার (১০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অথচ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রচারণা চালানোর শেষ দিন ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। এ কারণেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া নিয়ে নানা রকম বিভ্রান্তি তৈরি হয়েছিলো। 

এদিকে, ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বলেন, বুধবার নাসিক নির্বাচনে নিয়োগ পাওয়া প্রিসাইডিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন