আর্কাইভ থেকে ক্রিকেট

প্রধানমন্ত্রীর কাছে মাশরাফিকে বিশ্বকাপের মেন্টর চেয়েছেন তামিম

আফগানিস্তান সিরিজের মাঝখানে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

তবে গণভবনে শুক্রবার (৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ শেষে নিজের সেই অভিমান ভেঙ্গেছে তামিমের। জাতীয় দলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন দেশের সর্বকালের সেরা এই ওপেনার।

তামিম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তাঁর কাছে অনুরোধ জানিয়েছেন, ভারত বিশ্বকাপে মাশরাফিকে বাংলাদেশ দলের মেন্টর হিসেবে নিয়োগ দিতে। প্রধানমন্ত্রীও তাতে প্রাণবন্ত সাড়া দিয়েছেন বলে জানান তিনি।

তামিম গণমাধ্যমকে জানিয়েছেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাঁকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, ‘অবশ্যই, মাশরাফি যাবে।’ মাশরাফি ভাইকে তিনি প্রস্তুত থাকতেও বলে দেন।”

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন