বিশ্বের নিরাপদতম নগরী আবুধাবি
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী বিশ্বের একশটি নিরাপদ নগরীর তালিকায় এবারও শীর্ষে। অর্থাৎ প্রথম স্থানে আছে গতবছরও এই নগরী প্রথমস্থানেই ছিল।
এবারে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমিরাতের আজমান এবং পঞ্চম স্থানে রয়েছে আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই। এই তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে কাতারের রাজধানী দোহা এবং তাইপি।
উল্লেখ্য যে নিরাপত্তা ও স্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে কাজ করার এবং বসবাসের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে এ স্থান নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক বিষয়ক বৈশ্বিক তথ্য প্রদানকারী সংস্থা নুম্বিও এর রেটিং অনুসারে এ স্থান নির্ধারন করা হয়।
সাম্প্রতিক এক জরিপ মতে আবুধাবীর ৯৩ শতাংশ বাসিন্দা রাতে একা চলার সময়ও এ নগরীকে নিরাপদ মনে করেন। আবুধাবীতে অবস্থানরত দেশীয় প্রবাসীরা আবুধাৰীকে নিয়ে উচ্ছাসিত। তারা নিজেদের দীর্ঘদিন ধরে এই শহরে অবস্থান করতে পেরে গর্ববোধ করছেন।