অপুর বিপরীতে আবারও দেখা যাবে শাকিবকে!
শাকিব খান এবং অপু বিশ্বাস নিয়ে তরজা জারি ও পার বাংলায়। বহু দিন হল তাদের বিচ্ছেদ হয়েছে। আইনি বিচ্ছেদ হলেও শেষ সুতো যেন ছিঁড়ে যায়নি আজও। তাই মাঝে মাঝেই একে অপরের সিনেমায় শুভেচ্ছাও জানাতে দেখা যায় তাদের। ঈদে মুক্তি পেয়েছে তাদের দু’জনেরই ছবি। কথা হচ্ছিলো শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে।
একদিকে শাকিবের ছবি ‘প্রিয়তমা’ নিয়ে চলছে জয়জয়কার। অন্যদিকে অপুর ছবি ‘লাল শাড়ি’-ও ভাল ব্যবসা করছে। এরই মধ্যে নায়িকার দাবি তার ছবির জন্য আর্থিক সাহায্যও করেছেন নায়ক। এক দিকে অপু এবং শাকিবের নয়া সমীকরণ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীকে নিয়েও চর্চা জোরদার। তবে কি প্রত্যক্ষে অপুর সঙ্গে বুবলীর আবারও কোনও প্রতিযোগিতা শুরু?
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন অপু। বেশ অনেক দিন আগে প্রকাশ্যে শাকিব ঘোষণা করেছিলেন তার সঙ্গে দ্বিতীয় স্ত্রী বুবলীর কোনও সম্পর্ক নেই। তার সঙ্গে আর কোনও কাজও করবেন না বলে জানিয়েছিলেন তিনি। এরই মাঝে অপুর ছবির জন্য শাকিবের এত ভাবনার কথা প্রকাশ্যে আসতেই মনে খটকা তৈরি হয়েছে অনেকেরই। তবে কি আবারও তাদের একসঙ্গে দেখা যাবে।
তবে কি বড় পর্দায় অপু-শাকিব জুটি তা হলে ফিরতে চলেছে? এক সাক্ষাৎকারে এ প্রশ্ন করা হলে, প্রথমে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে অপু বলেন, “এখনই এ সব বলতে পারব না। তবে আমাদের কনিষ্ঠ প্রযোজক চাইলে অবশ্যই হবে। আমাদের ছেলে জয় যদি ভবিষ্যতে প্রযোজকের আসনে বসে। যদি সে মনে করে ফের শাকিব এবং অপুকে পর্দায় দেখতে চায় তা হলে হয়তো হবে।”
শাকিবের সঙ্গে বিচ্ছেদ হলেও এখনও প্রাক্তনের প্রতি এখনও শ্রদ্ধা এবং ভালবাসা কম হয়নি। নায়কের কেউ ক্ষতি করতে এলে ঢাল হয়ে দাঁড়াবেন তিনি সে কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন অপু।