গুরবাজের সেঞ্চুরি, টাইগারদের তুলোধুনো করছে আফগানিস্তান
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে বিপদেই আছে বাংলাদেশ। শনিবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠানোর পর এখনো কোন সফলতা পায়নি টাইগার বোলাররা।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের দুই ওপেনার গুরবাজ ও জাদরান মিলে ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে আফগানদের করা ১৪১ রানের ওপেনিং জুটির রেকর্ড ভেঙ্গে দেন। এই রেকর্ড ভাঙার পরপরই ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নিয়েছেন গুরবাজ। ১০০ বল খেলে তিনি ৮টি চারের সঙ্গে হাকিয়েছেন ৬টি ছক্কা।
গুরবাজের শতকের পর ৭৫ বল খেলে অর্ধশতকের দেখা পেয়েছেন আরেক ওপেনার জাদরানও। আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩১ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ১৯১ রান।