যখন-তখন পোশাক খুলে যেতে পারে, অস্বস্তিতে শিল্পা!
ফ্যাশন বড় বালাই। তার জন্য তারকাদের কত কিছুই না করতে হয়। মাঝে মাঝে আবার অস্বস্তিতেও পড়তে হয়। যেমন পড়েছিলেন শিল্পা শেঠী। বেসামাল পোশাক সামলাতে হিমশিম খাচ্ছিলেন অভিনেত্রী। পাপারাজ্জির ক্যামেরা দেখেই অস্বস্তিতে পড়ে যান। এমনিতে ফ্যাশনিস্তা হিসেবে শিল্পার বেশ সুনাম রয়েছে। পাপারাজ্জির সামনে হাসিমুখেই পোজ দেন তিনি। এদিন সবুজ টু-পিস পরেছিলেন তিনি। নিম্নাঙ্গে ছিল থাই-স্লিট স্কার্ট। সেই স্কার্টই বেসামাল হয়ে গিয়েছিল। এমন অবস্থা হয়েছিল যেন যখন-তখন খুলে যেতে পারে। একজন পোশাক ঠিক করতেও চলে আসেন। কিন্তু শিল্পার মুখের হাসি তখন মিলিয়ে গিয়েছে। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে বেশ অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী। ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন শিল্পা। তারপর থেকে একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। কখনও অক্ষয় কুমারের সঙ্গে, কখনও আবার গোবিন্দার সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন সুপারহিট সিনেমা। এখন বেছেই সিনেমা করেন শিল্পা। ২০২১ সালে ‘হাঙ্গামা ২’ সিনেমা দিয়েই ১৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন করেন অভিনেত্রী। যদিও স্বামী রাজ কুন্দ্রার পর্নকাণ্ডের জেরে সেই সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর রোহিত শেঠী পরিচালিত ‘সুখী’ সিরিজের সুবাদেই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন শিল্পা। যেখানে পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।