কুবি খুলছে, ফিরছেন শিক্ষার্থীরা
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ঈদ পরবর্তী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক দিন-পঞ্জিকা সূত্রে বিষয়টি জানা যায়।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবার ছেড়ে ক্যাম্পাসে ফেরা শুরু করেছেন। এর আগে গেলো রোববার (২৫ জুন) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে বৃহস্পতিবার (৬ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও ৭ ও ৮ জুলাই (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকে পুরোদমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলবে।