আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রামে নতুন ২৬০ জনের শরীরে করোনা শনাক্ত

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে প্রতিদিনই। আর এতে পিছিয়ে নেই বন্দরনগরী চট্টগ্রামও। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরও ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ২৬ শতাংশ। গতকাল বুধবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২২ জন।

বৃহস্পতিবার  (১৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

এর মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ২২৬ জনই। বাকি ৩৪ জনের মধ্যে লোহাগাড়ায় ৩, আনোয়ারায় ৪, চন্দনাইশে ৩, পটিয়া ১, রাঙ্গুনিয়ায় ২, রাউজানে ৬, হাটহাজারীতে ৮, সীতাকুণ্ডে ৩, সন্দ্বীপে ২ ও মিরসরাই উপজেলার ২ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৮৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৫ হাজার ৩৫১ জন। বাকি ২৮ হাজার ৫৪১ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।


তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন