আর্কাইভ থেকে বাংলাদেশ

মন্দিরে ৪০০ কেজির তালা, চাবির ওজন ৩০

৪০০ কেজি ওজনের তালা বানিয়ে তাক লাগিয়ে দিলেন উত্তরপ্রদেশের আলিগড় জেলার বাসিন্দা সত্যপ্রকাশ শর্মা। অযোধ্যার রামমন্দিরের জন্য তৈরি এই তালা খোলার চাবির ওজনও কম নয়! ৩০ কেজি। 

দশ ফুটের এই তালা তৈরি করতে সময় লেগেছে ছ’মাস। শুধু তাই নয়, ২ লক্ষ টাকা খরচ করে এই তালা বানিয়েছেন সত্যপ্রকাশ। ইস্পাতের এই তালায় মরচে পরবে না এমনটাই বলেছেন তিনি। এছাড়াও তালার বাক্স, লিভার,ঢাকনা সবই পিতলের তৈরি। 

সত্যপ্রকাশ পেশায় একজন তালা ব্যবসায়ী। নিজেও তালা বানান। তিনি জানান, তালার জন্য বিখ্যাত আলিগড়। একশো বছরেরও বেশি সময় ধরে এখানে তালা বানানোর কাজ হয়। ৪০০ কেজি ওজনের তালার পুরো কাজ শেষ করতে আরও টাকার প্রয়োজন আছে বলে জানিয়েছেন সত্যপ্রকাশ। তাই কাজ শেষ করতে লোকজনের কাছে সাহায্যও চেয়েছেন তিনি।

এই প্রথম নয়, এর আগেও গত বছরে ৩০০ কেজি ওজনের তালা বানিয়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন সত্যপ্রকাশ। তার ইচ্ছা, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নয়াদিল্লিতে তালার একটি সুবিশাল ট্যাবলো বানাতে চান। তালাশিল্পকে তুলে ধরার জন্যই এই ট্যাবলো বানাতে চাইছেন সত্যপ্রকাশ।

‘বিশ্বের সবচেয়ে বড় তালা’ বানিয়েছেন এমনটাই দাবি আলিগড়ের সত্যপ্রকাশ দম্পতির। 

অনন্যা চৈতী

 

এ সম্পর্কিত আরও পড়ুন