একদিনে করোনায় ১২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৩৫৯
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ১২ জন। এ নিয়ে মৃত্যের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১শ ২৩ জন। নতুন আক্রান্ত ৩ হাজার ৩৫৯।মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে।
আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৯২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ০৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।
এর আগে গতকাল (বুধবার) এ ভাইরাসে ৪ জনের মৃত্যু এবং ২ হাজার ৯১৬ জন আক্রান্ত হয়েছিল।