আর্কাইভ থেকে বাংলাদেশ

টাকা ছিনিয়ে নিতেই ঢাবির সাবেক অধ্যাপককে হত্যা

টাকা ছিনিয়ে নিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে (মোছা. সাইদা গাফফার) হত্যা করেছেন আনারুল ইসলাম। প্রাথমিকভাবে এ ধারণা করছে পুলিশ।

এরই মধ্যে আনারুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের পাইনশাইল এলাকায় ঢাবি শিক্ষক আবাসন প্রকল্পের ঝোপ থেকে অধ্যাপক সাইদার মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় তার  গলায় ওড়না পেঁচানো ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, অধ্যাপক সাইদার প্লটের কাজ করতেন রাজমিস্ত্রি আনারুল। এরই মধ্যে অধ্যাপকের হাতে টাকা দেখে ছিনিয়ে নিতে চান তিনি। ওই সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান ওই রাজমিস্ত্রি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনারুলকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। ওই অধ্যাপকের নির্মাণাধীন বাড়ির ঠিকাদারও ছিলেন তিনি।

এ ঘটনায় মামলা করেছেন নিহত অধ্যাপকের ছেলে সাউদ ইফখার বিন জহির। অধ্যাপক সাইদা দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। ঢাবি শিক্ষক আবাসন প্রকল্পে নিজের মালিকানাধীন প্লটে বাড়ি করতে প্রকল্প সংলগ্ন পানিশাইলে বাসা ভাড়া করে থাকতেন তিনি। 

এর আগে বুধবার অধ্যাপক সাইদার নিখোঁজের ঘটনায় তার মেয়ে সাদিয়া আফরিন কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গাজীপুর মহানগর কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনারুল হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন। অধ্যাপক সাইদার হাতে টাকা দেখে তা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তিনি। এতে চিৎকার শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান এ রাজমিস্ত্রি ও ঠিকাদার।

নিহত অধ্যাপক সাইদা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবী এবং ঢাবির পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মৃত কিবরিয়াউল খালেকের স্ত্রী। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছেন। এর ভাই ও এক বোন দেশে এবং অপর দুই বোন অস্ট্রেলিয়ায় থাকেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন