আর্কাইভ থেকে ফুটবল

রোনালদোর ক্লাবকে খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা

২০১৮ সালে প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে স্ট্রাইকার আহমেদ মুসাকে কিনেছিল ক্রশ্চিয়ানো রোনালদোর বর্তমান ক্লাব আল নাসর। তাকে ২০২০ সালে ছেড়েও দেয় সৌদি প্রো লিগের ক্লাবটি।

কিন্তু লেস্টার সিটিকে চুক্তির শর্তে অনুযায়ী, এড অন্সের টাকা পরিশোধ করেনি আল নাসর। যার কারণে চলতি গ্রীষ্মে নতুন খেলোয়াড় কেনার ক্ষেত্রে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞা পেয়েছে সৌদি ক্লাবটি।

টাকার পরিমাণটাও খুব বেশি নয়। মাত্র ৩ লাখ ৯০ হাজার পাউন্ডের কারণে আল নাসরকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। নিষেধাজ্ঞা দেওয়ার আগে ২০২১ সালে ক্লাবটিকে সতর্কও করেছিল ফিফা। কিন্তু আল নাসর তা আমলে নেয়নি।

অবশ্য নিষেধাজ্ঞা পাওয়ার পর নাসরের মালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা তুলে নিলে তারা অর্থ পরিশোধ করতে রাজি আছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন