আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

লিনেক্স মোবাইল মানসম্মত পণ্য উৎপাদনে বদ্ধপরিকর

বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড লিনেক্স মোবাইল বরিশাল বিভাগীয় পরিবেশক বিজনেস সলিউশন উদ্ধগে সাগরকন্যা কুয়াকাটায় রিটেইলার মিট অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ জুলাই) রাতে কুয়াকাটার আবাসিক হোটেল সি ভিউ-এর হল রুমে এই রিটেইলারস মিট অনুষ্ঠিত হয়।

এ সময় বিজনেস সলিউশনের সত্ত্বাধিকারী মোঃ শামীম তালুকদার, লিনেক্স ইলেক্ট্রনিক বাংলাদেশ লিমিটেডের সিইও প্রকৌশলী নাহিদুল ইসলাম, লিনেক্স মোবাইল ফোনের ম্যানেজার মোঃ ইলিয়াস মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লিনেক্স প্রকৌশলী নাহিদুল ইসলাম জানান, বেঙ্গল গ্রুপের নিজস্ব কারখানায় উৎপাদিত লিনেক্স মোবাইল ফোন মানসম্মত পণ্য উৎপাদনে বদ্ধপরিকর।

বাংলাদেশে গ্রাহক সেবা নিশ্চিতে লিনেক্স মোবাইলের ১৮ টি সার্ভিস সেন্টার এবং ৪০ টি কালেকশন পয়েন্ট রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন