ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে অবরোধ, প্রজ্ঞাপন না হলে ঘরে ফিরবে না চিকিৎসকরা
৫০ হাজার টাকা ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগের এক পাশের রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এসময় তারা ভাতা বৃদ্ধির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, ভাতা বৃদ্ধির লিখিত কোনও প্রজ্ঞাপন না আসা পর্যন্ত চিকিৎসকরা ঘরে ফিরে যাবেন না।
আজ রোববার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশ ও চিকিৎসকদের মাঝে ধস্তাধস্তি হয়। এরপর একপর্যায়ে শাহবাগের সায়েন্সল্যাবের রাস্তা অবরোধ করে সেখানে অবস্থান নেয় তারা।
চিকিৎসকরা জানান, আজকে আমাদের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে। কিন্তু সেখানেও আমাদের বাধার মুখে পড়তে হয় এবং অবস্থান করতে দেয়নি। এরপর আবারও শাহবাগে আমরা চেষ্টা করলে পুলিশ বাধা সৃষ্টি করে। তবে এখন আমরা অবস্থান নিয়েছি। আমাদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাস্তায়ই অবস্থান করবো। রাতেও অবস্থান করবো।
আন্দোলনকারী একাধিক চিকিৎসকরা বলেন, এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের সবার পরিবার আছে, সংসার আছে। পোস্টগ্রাজুয়েট যারা করে তাদের সবার বয়স ৩০ বছরের বেশি। এই ২০ হাজার টাকায় আমাদের সংসার চলে না। তাই আমাদের দিক বিবেচনা করে বেতন ভাতা বৃদ্ধি করতে হবে।