পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সৈয়দ আলী (৫৭) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত সৈয়দ আলী ওই এলাকার মৃত সমির উদ্দীনের ছেলে।
রোববার (১৬ জুলাই) সকালে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দীঘল গ্রামে এ ঘটনাটি ঘটে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সৈয়দ আলী সকালে বাড়ি পাশে পুকুরের পাশ দিয়ে হাটার সময় পা পিছলে পড়ে যায়। কিছুক্ষন পর পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখলে তাকে মৃত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে।
কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন জানান, সৈয়দ আলী শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।