বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: ফের উদ্ধার অভিযান শুরু
বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবির ঘটনায় ৯ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ৬ জন জীবিত, বাকিদের মধ্যে এক শিশুসহ তিনজন মৃত। তবে রাতে বন্ধ থাকার পর আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। নারায়ণগঞ্জ থেকে আনা বিআইডব্লিউটিএ'র জাহাজ রুস্তম দিয়ে উদ্ধারকাজ চলছে।
এর আগে রোববার রাতে ওয়াটার বাসডুবির পর প্রায় ছয় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চলে। পরে রাত ২টা ৪০ মিনিটে উদ্ধার কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়। প্রায় ৬ ঘণ্টাব্যাপী চলা উদ্ধার কার্যক্রমে জীবিত ৬ জন ও মৃত ৩ জনকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, রোববার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীসহ এই ওয়াটার বাসটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও অনেকেই নিখোঁজ হন। পরে উদ্ধারকারীরা ডুবে যাওয়া ওয়াটার বাসের তিন যাত্রীর মরদেহ উদ্ধার করে। এছাড়া জীবিত উদ্ধার হওয়া ৬ জনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।