আর্কাইভ থেকে করোনা ভাইরাস

যেভাবে করোনা বাড়ছে হাসপাতালে জায়গা থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)

দেশে করোনা আক্রান্ত রোগীরা এখন যে হারে হাসপাতালে ভর্তি হচ্ছে, এটা অব্যাহত থাকলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হাসপাতালে কোনো জায়গা ফাঁকা থাকবে না । আগাম সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।  

আজ সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সরকার কিছুটা হলেও চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। 

তিনি বলেন, টিকা দেয়ার পরও দেশে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত বছর ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের হার ২৯-৩০ শতাংশে উঠেছিলো। এখন ধাপে ধাপে বাড়ছে, এভাবে বাড়লে ৩০ শতাংশে পৌঁছাতে সময় লাগবে না। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে ফলে আগামী এক-দেড় মাসের মধ্যে হাসপাতালে কোনো জায়গা থাকবে না। তখন চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে পড়বে।

করোনার বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে এখন থেকে ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে। জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন