বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন
প্রথমবারের মতো সফলভাবে কিডনি প্রতিস্থাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল।
সোমবার (১৭ জুলাই) পটুয়াখালীর বাসিন্দা সুশেন রায়ের কিডনি তার বড় ভাই সুজন রায়ের শরীরে প্রতিস্থাপন করা হয়। সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে এ অপারেশন।
বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানান, দেশেই সম্ভব বিশ্বমানের চিকিৎসা। চেন্নাইয়ের ১৭ লাখ টাকার চিকিৎসা দেশে তিন লাখ টাকায় পেয়ে সন্তুষ্ট রোগির স্বজনরা। ব্রেনডেথ রুগীদের স্বজনরা অনুমতি দিলে দেশেই বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব।
ইউরোলজি বিভাগের হেড অব রেনাল ট্রান্সপ্লান্ট ডা. হাবিবুর রহামান জানান, সপ্তাহে সাতদিনই সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা যেতে পারে।
সুজন রায়ের ছেলে সাগর রায় জানান, চেন্নাই থেকে ফিরে বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা।
বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন, এক হাজার আটশ দুই জন জনবলের হাসপাতালটিতে এ পর্যন্ত ২০ হাজার সাতশ ৪৪ জন চিকিৎসা নিয়েছেন।
বাংলাদেশে ১৯৮২ সালে জীবিত দাতার কাছ থেকে কিডনি প্রতিস্থাপন শুরু হয়। তবে ব্রেন ডেড রোগীর কিডনি নেওয়ার বিষয়ে আইনি সীমাবদ্ধতা ছিল।
২০১৮ সালে আত্মীয়দের সম্মতিতে ব্রেন ডেড রোগীর অঙ্গ সংগ্রহের অনুমতি দিয়ে অঙ্গ দান আইন সংশোধন করা হয়।