ফুটবল

আট বছর পর ইতালিয়ান সুপার কাপ জিতলো এসি মিলান

সবশেষ তিন বছর সুপারকোপা বা ইতালিয়ান সুপার কাপ জিতেছিলো ইন্টার মিলান।  গতকাল সোমবার রাতে এসি মিলানের বিপক্ষে ‘মিলান ডার্বি’র ফাইনালেও ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিলো ইন্টার মিলান।

রিয়াদের আল আওয়াল স্টেডিয়ামে এরপরই পালটে যায় ম্যাচের দৃশ্যপট। ০-২ থেকে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে আট বছর পর ইতালিয়ান সুপার কাপ জেতে এসি মিলান।

প্রথমার্ধে লাওতারো মার্তিনেজের গোলের পর দ্বিতীয়ার্ধে মেহদি তারেমির গোলে ২ গোলের লিড নেয় ইন্টার মিলান।  ৫২ মিনিটে থিও এর্নান্দেজ এক গোল শোধ করেন মিলানের হয়ে। এরপর ৮০ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের গোল করে ম্যাচে সমতা আনেন।

যোগ করা সময়ে ট্যামি আব্রাহামের গোলে নিশ্চিত হয় এসি মিলানের সুপারকোপা জয়। অন্য দিকে দুই গোলে এগিয়ে গিয়েও হতাশার এই হারে ইন্টারের জেতা হলো না সুপারকোপার টানা চতুর্থ শিরোপা। 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন