খেলাধুলা

বার্সার বিপক্ষে ফিরছেন মিলান তারকা মার্তিনেজ

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা ও ইন্টার মিলান। এই ম্যাচে চোটের কারণে শঙ্কা ছিল ইন্টার মিলান স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। তবে শেষপর্যন্ত ফিটনেস টেস্টে তিনি উৎরে গেছেন।

স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর বরাতে জানা যায়, সান সিরোতে বুধবার রাতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য মার্তিনেজকে মাঠে নামার সবুজ সংকেত দিয়েছে মেডিকেল দল। যেরকম প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে দ্রুত মাঠে ফিরছেন তিনি। এরমধ্যে কোনো অস্বস্তি ছাড়াই শুটিং ও স্প্রিন্টে অংশ নিয়েছেন তিনি।

ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনার বিপক্ষে আজ শুরু থেকেই মাঠে থাকবেন লাওতারো মার্তিনেজ।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন