রাজনীতি

খালেদা জিয়াকে স্বাগত জানালেন সারজিস

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরায় স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। এসময় তার সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করেন তিনি।

মঙ্গলবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

সারজিস লিখেছেন, আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে প্রাণ দিয়েছে, সেই আদর্শকে সামনে রেখে খালেদা জিয়া ও তার দল বিএনপি আপোসহীনভাবে দেশের গণতন্ত্র রক্ষায় এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবেন।

তিনি লেখেন, ‘তার (খালেদা জিয়া) সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন