আর্কাইভ থেকে জাতীয়

ব্যালটের ভোটে বেশি ভয় পেয়েছিলাম: ইসি আলমগীর

ব্যালটে ভোটের বিষয়ে আমরা বেশি ভয় পেয়েছিলাম। তবে কোনো বিশৃঙ্খলা বা অঘটন ছাড়াই ভোট সাকসেস হয়েছে। বলেছেন,নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ব্যালটে ভোট করেছি এতে স্ট্যাম্পিং হয় নাই। যেটা নিয়ে আমরা বেশি ভয় পেয়েছিলাম। এর কারণে কোনো বিশৃঙ্খলা বা অঘটন ঘটেনি। সেদিক দিয়ে সাকসেস হয়েছি। আপনারা দেখবেন কাল অন্যান্য জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। ঢাকাতেও সুষ্ঠু হয়েছে। কিন্তু শেষ পর্যায়ে এসে কারা যে এটা করলো (হিরো আলমকে মারধর), এটা তদন্তের মাধ্যমেই বের হয়ে আসবে।’

ইসি আলমগীর বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছিল। কোথাও কোনো অনিয়ম হয়নি। বিকেল ৪টায় ভোট শেষ হয়। একেবারে শেষ সময়ের দিকে একজন প্রার্থী কেন্দ্র পরিদর্শনে যান, সমর্থক ও ইউটিউবার নিয়ে ঢুকার চেষ্টা করেন। এটা পুলিশ আটকে দেয় যেহেতু আইন অনুযায়ী তিনি এটা পারেন না। তারপর উনাকেসহ চার পাঁচজনকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে। উনি প্রবেশ করে যখন ফিরে যাচ্ছিলেন তখন কতিপয় দুষ্কৃতকারী তাকে আক্রমণ করে।’

তিনি বলেন, ‘এ হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনা। এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেখানে সামান্য একটু এই অন্যায় কাজ হয়, সেটা আমরা একসেপ্ট করতে পারি না।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন