আর্কাইভ থেকে বাংলাদেশ

জনগণের টাকায় বেতন হয়: প্রধানমন্ত্রী

সরকারি সেবা নিতে এসে যেন সাধারণ মানুষ হয়রানির স্বীকার না হয়। জনগণের টাকায় আপনাদের বেতন হয়, এ কথা মনে রেখে জনসেবা দিতে হবে।  বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। 

শেখ হাসিনা বলেন, দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন গড়তে সরকার বদ্ধ পরিকর। মাঠ পর্যায়ে দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে।

করোনায় দুই বছর বন্ধ থাকার পর ডিসি বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। কোভিড-১৯-এর নতুন ঢেউয়ের কারণে এই সম্মেলন এবার পাঁচদিন থেকে কমিয়ে তিনদিন করা হয়েছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন