আর্কাইভ থেকে বাংলাদেশ

বিপিএলে করোনার থাবা

আগামী শুক্রবার (২১ জানুয়ারি) শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। টুর্নামেন্ট অংশ নিতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সেরে নিয়েছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভেন্যুতে। ১৮ই ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

ছয় ফ্রাঞ্চাইজিও তাদের সবধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। কয়েক দফায় বিদেশি ক্রিকেটাররাও ঢাকা আসতে শুরু করেছেন। দলগুলোও নিজেদের অস্বিত্ব জানান দিতে আয়োজন করছে সংবাদ সম্মেলনের। প্রকাশ করছে দলের জার্সিও। 

করোনা ভাইরাসের বিষয়টি মাথায় রেখে সবগুলো দল চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের প্রত্যেক খেলোয়াড়কে বায়ো-বাবলের মধ্যে নিয়ে আসা। কিন্তু নিশ্চুপ করোনার কারণে তা খুব একটা করতে পারছে না। 

ইতোমধ্যে খবর ছড়িয়ে পরেছে, প্রতিটি ফ্রাঞ্চাইজির লোকাল ক্রিকেটার থেকে শুরু করে বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা করোনা পজিটিভ হয়েছেন। পরীক্ষায় ৩-৪ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। তবে সঙ্গত কারণেই সেইসব ব্যক্তিদের নাম প্রকাশ করেনি বিসিবি।

বিসিবি’র ডক্টর দেবাশীষ চৌধুরীর ভাষ্য অনুয়ায়ী, করোনা আক্রান্তরা খুলনা টাইগার্সের সদস্য। তিনি আরো জানান, ‘আজ (মঙ্গলবার) আবারো করোনা টেস্ট করা হবে প্রত্যেকে ক্রিকেটারের। ’

‘এখন পর্যন্ত যাদের করোনা নেগেটিভ এসেছে শুধু তারাই টিম হোটেলে প্রবেশ করতে পারবেন। বাকিদের অপেক্ষা করতে হবে পরবর্তী টেস্টের জন্য। যা আজকেই হবে।’-জানানা বিসিবি অফিসিয়াল ডক্টর দেবাশীষ। 

নিয়মানুসারে বিপিএল খেলতে যাওয়া সকল ক্রিকেটারের দুই ডোজ ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন