আর্কাইভ থেকে ক্যাম্পাস

যথোপযুক্ত ব্যবহার হলে প্রতিবছরই গবেষণার বরাদ্দ বাড়তে থাকবে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, 'আমি চাইবো গবেষণার টাকাটা যেন যথোপযুক্ত ব্যবহার হয়। আর যথোপযুক্ত ব্যবহার হলে প্রতিবছরই গবেষণার বরাদ্দ বাড়তে থাকবে। গবেষণাগুলো পাবলিকেশন পর্যন্ত যাক। যদি গবেষণা করার পর ভাল জার্নালে পাবলিকেশন হলো না তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোন লাভ হবে না। আমি আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ে গবেষণা বাড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। যার ফলে মানুষের কাছে বিশ্ববিদ্যালয় নিয়ে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। এছাড়া যে গবেষণার কোন ইমপ্যাক্ট নাই সে গবেষণা আমরা করতে চাই না। যেটা হিউম্যান ওয়েলফেয়ারে কাজ হবে, কমিউনিটির উন্নয়নে কাজ হবে এবং দেশের ডেভেলপমেন্টের কাজে আসবে এমন গবেষণা করবো।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) গবেষণা খাতে বরাদ্দের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে গেল্কো ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ তম সিন্ডিকেট সভায় ২০২৩-২৪ অর্থবছরে ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যেখানে গবেষণা খাতে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা মোট বাজেটের প্রায় ৩ শতাংশ।

তিনি আরো বলেন, যারা পাবলিকেশন করবে তাদেরকেও আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে সম্মানী দেওয়া হবে। একটা বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য যা যা করা দরকার সব করব।

অর্থ ও হিসাব দপ্তরের সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে গবেষণা খাতে বাজেট ছিল ১ কোটি ৭২ লাখ টাকা। যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি টাকা। যা গত অর্থবছরের চাইতে ২৮ লক্ষ টাকা বেশি। তবে গত অর্থ বছরের মোট বরাদ্দের পাঁচ থেকে সাত লক্ষ টাকা ব্যয় করতে পারেনি বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

এদিকে ২০২৩-২৪ অর্থবছরে ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে বেতন ভাতা বাবদ ৩৯ কোটি ৮২ লক্ষ টাকা, পণ্য ও সেবা বাবদ ১৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা, গবেষণা বাবদ ২ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ৬ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা ৮ লক্ষ টাকা, মূলধন বাবদ ৪ কোটি ১৮ লক্ষ টাকা, অন্যান্য অনুদান বাবদ ১৬ লক্ষ টাকা। তবে ভবন সংস্কার বা মেরামত বাবদ কোন বাজেট রাখা হয়নি।

এছাড়াও ২০২২-২৩ অর্থবছরের বাজেট ছিল (সংশোধিত) ৬৩ কোটি ৩৮ লক্ষ ৪২ হাজার টাকা। এ বছর তা কমে দাঁড়িয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকায়। গত বছরের তুলনায় ২ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকা হ্রাস পেয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন