আর্কাইভ থেকে জাতীয়

ঢাকায় আসছেন জাপানের মন্ত্রী

আগামী ২৩ জুলাই ঢাকায় আসছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পবিষয়ক মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তার এ সফর।

বুধবার (১৯ জুলাই) বা‌ণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়াসুতোশির ঢাকা সফরের এ তথ্য নি‌শ্চিত করেছেন।

বা‌ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার ঢাকায় অনুষ্ঠাতব্য বাংলাদেশ-জাপান ট্রেড সামিটে অংশ নেবেন জাপানের মন্ত্রী। এছাড়া তি‌নি ঢাকা সফরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

জানা গেছে, জাপানের মন্ত্রী ইয়াসুতোশি ঢাকা সফরকালে সং‌শ্লিষ্ট মন্ত্রীদের স‌ঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রস্তাবিত ইপিএ সইয়ের বিষয়ে একটি যৌথ গবেষণার ফলাফল নিয়ে আলোচনা করবেন। এছাড়া তি‌নি ২৪ জুলাই ঢাকায় মেট্রো রেলে ভ্রমণ করবেন।

সফর শেষে ২৫ জুলাই ঢাকা ছাড়বেন জাপানের মন্ত্রী।

 

এ সম্পর্কিত আরও পড়ুন