আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রতিবন্ধী শিশুদের সেবায় প্রশিক্ষণ কর্মশালা

নরসিংদীতে দিনব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে প্রতিবন্ধী শিশুদের সুষ্ঠু সেবাদানের লক্ষ্যে একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২০ জুলাই) সকালে সেন্টার ফর ডিজএ্যাভিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) নামে এক বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে অরবিট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে কর্মশালার উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মুশফিকুর রহমান।

এতে সদর উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ২৭ জন শিক্ষক অংশ নেয়। প্রশিক্ষণে একীভূত শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার  অধিকার সুনিশ্চিতকরন ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান সম্মত একীভূত করনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান, নরসিংদী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম রুমি, সিডিডি এর প্রজেক্ট ফোকাল জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন