পুকুরে ডুবে প্রাণ গেলো ২ শিশুর
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো- কামারকোণা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তন্বী (৬) ও একই গ্রামের রুবেল মিয়ার মেয়ে আলো মনি (৫)।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের কামারকোণা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে দুই শিশু বাড়ির সামনে খেলা করছিল। এক পর্যায়ে তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন খুঁজতে গিয়ে বাড়ির পাশের সরোবর পাড়ে তাদের পরিহিত জুতা পড়ে থাকতে দেখেন। পরে সরোবরে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। তাদেরকে পার্শ্ববর্তী মঠখোলা উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান বাবু এই ঘটনার সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
এএম/