আর্কাইভ থেকে ক্রিকেট

উত্তেজনার শেষে  ড্র বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছিল বাংলাদেশ ও ভারত। তাই সিরিজের শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী। বাংলাদেশের মেয়েদের সামনে সুযোগ ছিল প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয়ের। তবে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচ।

বাংলাদেশের দেওয়া ২২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে ভারতের দরকার ছিল ৩ রানের, হাতে ছিল ১ উইকেট। প্রথম দুই বলে দুই রান নিয়ে স্কোর সমতায় আনে সফরকারীরা। তবে তৃতীয় বলে মারুফা আক্তার ভারতের শেষ ব্যাটার মেঘনা সিংকে কট বিহাইন্ড করে দিলে ড্র হয়ে যায় ম্যাচ।

ম্যাচের মতো সিরিজেও সমতা। প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয়টিতে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলো তাই ১–১–এ।

এর আগে শনিবার মিরপুর শেরে বাংলায় টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক মিলে গড়েন ৯৩ রানের জুটি। ব্যক্তিগত ৫২ রান করে শামীমা আউট হয়ে গেলেও টিকে থাকেন ফারজানা। বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির মাইলক ফলক স্পর্শ করেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

১৬০ বল খেলে ৭ টি চারে শতক হাঁকান ফারজানা। এছাড়াও অধিনায়ক নিগার সুলতানা ২৪ ও সোবহানা মোস্তারি করেন ২৩ রান। আর বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৫ রান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন