ঠাকুরগাঁওয়ে পুড়ে ছাই অর্ধশতাধিক ঘরবাড়ি
ঠাকুরগাঁওয়ে একটি গ্রামে আগুন লেগে ১৩ পরিবারের ৫০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। এছাড়া আরও ১০-১২টি পরিবারের বেশ কিছু ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল বুধবার (১৯ জানুয়ারি) রাত ১১টায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পটুয়া পাইকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে বলে জানান ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন।
স্থানীয় আনোয়ার হোসেন বলেন, প্রতিবেশী হাসিরুল ঘরে বৈদ্যুতিক তারে আগুন লাগে। এ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ আগুনে ১৩-১৪ পরিবারের ঘর আগুনে পুড়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শী শামসুল বলেন, আগুনে যেসব মানুষের ঘর পুড়েছে তারা সবাই দিনমজুর। প্রত্যেকটা ঘরের কোনোকিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চাল-ডাল, খাতা-কলম, টাকাপয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটা গবাদিপশুও অগ্নিদগ্ধ হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাতের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। সেখানে রাতেই ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় শীতবস্ত্র পাঠানো হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাসনিয়া রহমান