তিন স্ট্রাইকারের গোলে জয়ে ফিরলো ম্যান ইউ
সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ জিতেতো অন্য ম্যাচ হারে। আবার কখনো বা এগিয়ে থেকেও ড্রয়ের সান্তনা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এবার অবশ্যই সেইরকমটি হয়নি তাদের। ব্রেন্টফোর্ডকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে জয় পায় রেড ডেভিলরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে বুধবার (১৯ জানুয়ারি) রাতের ম্যাচে খেলতে নামে ম্যান ইউ। প্রথম ভাগে দারুণ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না স্বাগতিক ব্রেন্টফোর্ড। বিরতির পর দিতে হলো তার মাশুল। মলিনতা কাটিয়ে জ্বলে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড। তিন ফরোয়ার্ডের গোলে জয়ের পথে ফিরল রাফল রাংনিকের শিষ্যরা। অ্যান্থনি ইয়েলাংয়ার গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন গ্রিনউড। বদলি নেমে দলের তৃতীয় গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড।
ম্যাচের ৫৫ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ইউনাইটেড। ফ্রেদের রক্ষণের ওপর দিয়ে বাড়ানো ক্রস সঙ্গের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দারুণ প্রথম ছোঁয়ায় নিযন্ত্রণে নেন ইয়েলাংয়া। পরে কাছ থেকে হেডে তরুণ সুইডিশ ফরোয়ার্ড বল পাঠান জালে।
সাত মিনিট পর দুর্দান্ত এক পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। নিজেদের সীমানায় প্রতিপক্ষের থেকে বল কেড়ে স্কট ম্যাকটমিনে উঁচু করে বাড়ান মাঝমাঠের ওপারে, রোনালদোর উদ্দেশ্যে। পর্তুগিজ তারকা বল না ধরেই দারুণভাবে বুক দিয়ে ডান দিকে বাড়ান ফের্নান্দেজের দিকে। বল নিয়ন্ত্রণে নিয়ে এক ছুটে ডি-বক্সে ঢুকে পড়েন এই মিডফিল্ডার। তার দিকে ছুটে যান গোলরক্ষক, সুযোগ বুঝে ফের্নান্দেজ ডান দিকে পাস দেন। ফাঁকা জালে বল পাঠাতে কোনো সমস্যাই হয়নি গ্রিনউডের।
৭১ মিনিটে রোনালদোকে তুলে ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকে নামান কোচ। এই সিদ্ধান্তে বেশ অসন্তুষ্ট দেখা যায় পাঁচবারের বর্সসেরা ফুটবলারকে। একই সময়ে গ্রিনউডকে তুলে র্যাশফোর্ডকে নামায় ইউনাইটেড।
ছয় মিনিট পর কোচের আস্থার প্রতিদান দেন র্যাশফোর্ড। ফের্নান্দেজের পাস ডি-বক্সে পেয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে স্কোরলাইন ৩-০ করেন ২৪ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড।
৮৫তম মিনিটে জটলার মধ্যে গোলমুখে বল পেয়ে টোকায় ব্যবধান কমান আইভ্যান টনি। তবে বাকি সময়ে আর কোনো নাটকীয়তার জন্ম দিতে পারেনি ব্রেন্টফোর্ড।
২১ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ইউনাইটেড। ২২ ম্যাচ খেলে ১৪ নম্বরে থাকা ব্রেন্টফোর্ডের পয়েন্ট ২৩। সমান ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে লিভারপুল ৪৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২৩ ম্যাচে চেলসির পয়েন্ট ৪৪। ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
দিনের অন্য ম্যাচে লেস্টার সিটিকে ৩-২ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে উঠেছে পাঁচ নম্বরে। ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে আর্সেনাল।
হাসিব মোহাম্মদ