আর্কাইভ থেকে ক্রিকেট

আইসিসির প্রচারণাকে ‘কৌতুক’ বললেন শোয়েব

ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপের। ইতোমধ্যে প্রতিযোগিতাটির প্রচারণা শুরু করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বলিউড অভিনেতা শাহরুখ খানের বর্ণনায় বিভিন্ন দলের কিছু স্মরণীয় দৃশ্য নিয়ে তৈরি করা হয়েছে একটি প্রমো ভিডিও। তবে সেখানে অধিকাংশ সময় জুড়েই দেখানো হয়েছে ভারতকে। পাকিস্তানের অবস্থান খুব একটা নেই বললেই চলে। বিষয়টি সহজভাবে নেননি পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।  ভিডিওকে ‘কৌতুক’ বলেছেন আখ্যা দিয়েছে তিনি।

 

Whoever thought that World Cup promo will be complete without Pakistan & Babar Azam's significant presence, has actually presented himself as a joke.
Come on guys, time to grow up a bit.

— Shoaib Akhtar (@shoaib100mph) July 22, 2023

শনিবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক বার্তায় শোয়েব আখতার লেখেন, ‘সবাই ভেবেছিল যে পাকিস্তান এবং বাবর আজমের উল্লেখযোগ্য উপস্থিতি ছাড়া বিশ্বকাপের প্রচার সম্পূর্ণ হবে। এর মাধ্যমে আসলে একটা কৌতুক উপস্থাপন করা হয়েছে। আমাদের এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।’

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন