আইসিসির সাথে বৈঠক, ভারতে না যাওয়া নিয়ে অনড় বিসিবি
বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে আবারও আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বিসিবি। পাশপাশি ভারতে না যাওয়ার বিষয়ে সরকারের মতামত ও উদ্বেগের বিষয়ও জানিয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকায় আসা আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।
এতে বলা হয়, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বোর্ড। একইসঙ্গে দলের খেলোয়াড়, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম এবং অন্যান্য অংশীজনদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগের কথা তুলে ধরেছে।
বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, আন্তরিক এবং পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষই খোলামেলা আলোচনা করেছেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তর করার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে।
আইসিসি প্রতিনিধিদলে ছিলেন ইভেন্টস এবং করপোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। গৌরব সাক্সেনা সময়মতো ভিসা না পাওয়ায় সশরীরে উপস্থিত হতে পারেননি, তাই তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন।
আই/এ