তামিমই বিশ্বকাপে অধিনায়ক, বললেন পাপন
হুট করে অবসরের ঘোষণা দিয়ে আবার ফিরেও এসেছেন তামিম ইকবাল। তবে আপাতত দেড় মাশের ছুটিতে আছেন তিনি। ছুটি কাটাতে পরিবার নিয়ে দুবাইতে আছেন তিনি। সেখান থেকে চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যাবেন তামিম।
কিন্তু ফেরার পর আবার তামিমই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক থাকবেন কি না সেটি নিয়ে অনিশ্চয়তা ছিল। দুবাই যাওয়ার আগে সংবাদমাধ্যমকেও তামিম বলেছিলেন, দেশে ফিরে তিনি বোর্ডের সঙ্গে কথা বলবেন, যার উপরে নির্ভর করছে অনেক কিছু।
তবে তামিমই যে ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। রোববার বাংলাদেশ নারী দলের সঙ্গে হোটেলে দেখা করতে যাওয়ার পর সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
পাপন জানান, ‘আমি একটা সিম্পল জিনিস বলে দিই। বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে সেই অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো শিওর না, ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’