ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তান
ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারত ‘এ’ দলকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো পাকিস্তান ‘এ’ দল। শুরুতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছিল পাকিস্তান। সেই রান তাড়া করতে গিয়ে ১২৮ রানের পরাজয় বরণ করে ভারত।
রোববার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক ইয়াশ ধুল। তার সিদ্ধান্ত যে ভুল ছিল সেটিই উদ্বোধনী জুটিতেই প্রমাণ করেন পাকিস্তানি দুই ওপেনার সিয়াম আইয়ুব ও সাহিবজাদা ফারহান। ১৭.২ ওভারে ১২১ রান যোগ করে তারা দুজনে মিলে উড়ন্ত সূচনা এনে দেন।
এছাড়াও মোবাসির খান ৩৫, মেহরান মুনতাজ ১৩ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ১৭* রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান 'এ' দল।
৩৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালই করেছিল ভারতের দুই ওপেনার সাই সুদর্শন ও অভিষেক শর্মা। তবে রান তাড়ায় ১০ ওভার বাকি থাকতেই ৪০ ওভারে মাত্র ২২৪ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে ভারত 'এ' দল। এতে ১২৮ রানের জয়ে ইমার্জিং এশিয়া কাপে আবারও শিরোপা ঘরে তুললো পাকিস্তান।