বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের বাটালের আঘাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহত জিন্নাহ মিয়া (২৫) বগুড়া শহরতলীর বড় কুমিড়া দক্ষিণপাড়ার খোরশেদ আলমের ছেলে।
রোববার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির কাছে জিন্নাহকে খুন করে তারই জ্যাঠাতো ভাই জিলহজ্ব হোসেন।
বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান শাহীন।
তিনি জানান, জিন্নাহ মিয়া চট্টগ্রামে গার্মেন্টে চাকরি করতেন। তিন বছর পর রোববার তিনি বাড়িতে ফেরেন। বাড়ি ফিরে তিনি জানতে পারেন তার জ্যাঠাতো ভাই জিলহজ্ব কয়েকদিন আগে তার মাকে গালাগালি করেছে। একথা জানার পর জ্যাঠাতো ভাইয়ের কাছে গালাগালির কারণ জানতে যায়। এসময় দুজনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে কাঠমিস্ত্রি জিলহজ্ব তার হাতে থাকা কাঠ কাটা বাটাল দিয়ে জিন্নাহর বুকে আঘাত করে।
পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান শাহীন বলেন, ঘটনার পর পরই জিলহজ্ব হোসেন পালিয়ে যান। তাকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।