আর্কাইভ থেকে দেশজুড়ে

পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় ফকির অ্যাপারেলস নামের কারখানায় ধরা আগুন নিয়ন্ত্রণে এসেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১০টি ইউনিট। এ সময় ২০ জন কর্মী আহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) সকাল ১০টা ৩১ মিনিটে আগুন ধরার খবর পায় বাহিনীটি। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১০টা ৩৮ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আসে ১১টা ২৫ মিনিটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য জানায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, কোথা থেকে আগুনের সূত্রপাত্র সেটি এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে ২০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগই আগুনের ধোঁয়ায় ও সামান্য আঘাপ্রাপ্ত হয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, সোমবার সকালে কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে চালক মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকারসহ অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন