ভোট ডাকাতি করতেই সংবিধানের দোহাই দিচ্ছে সরকার: রিজভী
জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই তারা জনগণের ভোট ডাকাতি করার জন্য আবারও মাস্টারপ্ল্যান করছে। পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গভীর রাতে, সন্ধ্যারাতে বা দিনের বেলায় ভোট ডাকাতি করতেই সংবিধানের দোহাই দিচ্ছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ জুলাই) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ১ দফা দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দুই শতাধিক মুক্তিযোদ্ধা অনশন করছেন। ওই অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন।
তিনি বলেন, অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল হবে।
রিজভী বলেন, মুক্তিযোদ্ধা দলের এ অভূতপূর্ব কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের একদফা আন্দোলনে প্রেরণা যোগাবে।
বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে।