আর্কাইভ থেকে স্বাস্থ্য

পরিবর্তন আনতে হবে মশা মারার ওষুধে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে সারা বছর মশা নিধন কার্যক্রম চালাতে হবে। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, গবেষণা করে মশা মারার ওষুধে পরিবর্তন আনতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না।

এ বিষয়ে সারাদেশের হাসপাতালগুলো সেবা দিতে প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক টিটু মিয়া, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন