রাজধানীতে বাস থেকে ফেলে দিয়ে দোকান কর্মচারীকে হত্যা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির মোড়ে ইরফান নামের এক ব্যক্তিকে গ্রীনবাংলা বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারী) দুপুরের দিকে এই হত্যাকান্ড ঘটে। অভিযুক্ত বাসের হেলপার পলাতক আছে।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ইফতেখার আহমেদ জানিয়েছেন, ডেমরা থেকে গ্রীনবাংলা বাসে চড়ে নবাবপুরে যাচ্ছিলেন ইরফান। তখন বাসের কন্ট্রাকটর এর সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয় তার। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে দু জনই বাস থেকে পরে যায়। এতে গুরুতর আহত হন ইরফান। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইরফান নবাবপুরে একটি ইলেকট্রিক দোকানের কর্মচারি ছিলেন।