আর্কাইভ থেকে বাংলাদেশ

সেতু পিলারে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী মারা গেছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ সেতুর উত্তরপাড়ে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলা মিঞা ।

নিহত দুই শিক্ষার্থী হলেন: সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৭) ও একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৮)। তারা দু’জনই জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ওসি জানান,  বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল করে হবিগঞ্জ সেতুর দক্ষিণপাড় থেকে উত্তরপাড়ে যাচ্ছিল জনি ও নাঈম। এ সময় মোটরসাইকেল অতিরিক্ত স্পিডে চালালে নিয়ন্ত্রণ রাখতে না পারায়সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তারা। এতে মোটরসাইকেলের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়।

তিনি আরও জানান,  স্থানীয়রা শিক্ষার্থীদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। রাত ১১টার দিকে সদর হাসপাতালে নাঈম ফরাজী ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জনি ফরাজী মারা যায়। 

তাসনিয়া রহমান

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন