তাসকিন-হৃদয়ের পর লঙ্কান লিগে ডাক পেলেন শরিফুলও
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) তাসকিন-হৃদয়ের পর ডাক পেলেন টাইগার তরুণ পেসার শরিফুল ইসলাম। কলম্বো স্ট্রাইকার্স তাঁকে পেতে চায়। শরিফুল নিজেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে শরিফুল সেখানে খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত না। কারণ, পুরো বিষয়টাই নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসির ওপর।
শরিফুলের আগে তাসকিনকে জন্য দলে চেয়েছে ডাম্বুলা অরা । হৃদয়কে জাফনা কিংসের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি এই লিগে খেলার প্রস্তাব দেওয়া হয়। টুর্নামেন্টে কিংসের হয়ে কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। এরই মধ্যে হৃদয়কে এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্রও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের এলপিএল ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের বিশেষ ক্যাম্প হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তাই হৃদয়কে অনাপত্তিপত্র দিলেও তাসকিনকে লঙ্কান লিগে খেলতে দেওয়া হবে কি না, এখনও সে সিদ্ধান্ত হয়নি।