আর্কাইভ থেকে ফুটবল

আল নাসরের বিপক্ষে গোলশূন্য ড্র করলো পিএসজি

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এশিয়ার দেশ জাপানে মুখোমুখি হয়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর ও ফরাসি ক্লাব পিএসজি।  খেলায় পিএসজি দাপট দেখিয়ে খেললেও গোলের দেখা খুঁজে পায়নি। অপরদিকে আল নাসরের হয়ে রোনালদো কয়েকটি চেষ্টাও বৃথা গেছে।

মঙ্গলবার জাপানের নাগাই স্টেডিয়ামে দুই দলের মুখোমুখিতে রোনালদো ও নেইমারের দ্বৈরথ দেখাও যেতে পারতো। তবে দীর্ঘ পাঁচ মাসের ইনজুরি কাটিয়ে দলে ফেরা নেইমারকে বেঞ্চেই বসিয়ে রাখেন প্যারিসের ক্লাবটির নতুন দায়িত্ব নেওয়া কোচ লুইস এনরিক।

খেলায় শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমিয়ে রেখেছিল দুই দল। ২৯ তম মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা বল বাইসাইকেল কিক করেছিলেন রোনালদো। তবে সিআরসেভেনের সেই শট চলে যায় গোল লাইনের বাইরে দিয়ে। এরপর ৪০ মিনিটে প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন পর্তুগিজ তারকা। তবে তাঁর আলতো পায়ের ফ্লিক আটকে দেন ডোনারুমা।

খেলায় অবশ্য দাপট দেখিয়েছিল ফ্রান্সের ক্লাবটিই। ৬৫ শতাংশ বল রেখেছিল নিজেদের দখলেই। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পাওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন