নবনির্বাচিত স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা
নবনির্বাচিত রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকনকে স্থানীয় নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন।
বুধবার (২৬ জুলাই) সকালে রূপগঞ্জ সদর ইউনিয়নের জি পার্ক এলাকায় দলে দলে নেতা কর্মীরা ফুল ও মিষ্টি নিয়ে নতুন সভাপতিকে বরণ করেন।
এ সময় অন্যান্যদের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির সাংবাদিক রিপন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রহমতুল্লাহ, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগ সভাপতি রাবিয়া খাতুন রাবেয়া, সাধারণ সম্পাদক লাকী আক্তার, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল হাজারী, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়া, স্বেচ্ছাসেব কলীগ নেতা তারেক মিয়া প্রমূখ।
এর আগে গেলো ২৫ জুলাই ইমন হাসান খোকনকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।