গণগ্রেপ্তার বন্ধ চেয়ে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি
আগামীকাল শুক্রবারের (২৮ জুলাই) মহাসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেপ্তার বন্ধ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে এ চিঠি দেয় তারা।
এর আগে আজ বিকেলে বিএনপিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ২৩ শর্তে মহাসমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। একই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠন। দেশের বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে নেয়া হয়েছে নিরাপত্তা।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএনপি সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু ডিএমপি থেকে অনুমতি না পাওয়ায় আর সমাবেশ করা হয়নি। কিন্তু সমাবেশকে কেন্দ্র করে ঢাকা থেকে পুলিশ ৪১১ জনকে গ্রেপ্তার করেছে বলে জানায় ডিএমপি। যেখানে বিএনপির নেতাকর্মী ৩৬৬ জন। গত মঙ্গলবার (২৬ জুলাই) রাতে বিএনপির ৭৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য হোটেল, মেস ও বাসাবাড়িতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। প্রতিনিয়ত আমরা গ্রেপ্তারের খবর পাচ্ছি। এখন পর্যন্ত গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। তবে হাজার ছাড়িয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নয়াপল্টনের কাছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মিডওয়ে হোটেল ও ভিক্টোরিয়া হোটেলেও অভিযান চালায় পুলিশ। মহাসমাবেশে যোগ দিতে আসা ৩০০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করে তারা।