আর্কাইভ থেকে বাংলাদেশ

মুম্বাই হ্রদ এখন গোলাপি সাগর

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের হ্রদ যেন এখন গোলাপি সাগর। দৃষ্টিনন্দন লাখো গোলাপী রঙা ফ্লেমিঙ্গো পাখিতে মূখরিত জলাশয়টি। বছরের এই সময় ল্যাটিন অ্যামেরিকা ও আফ্রিকার দেশগুলো থেকে বংশ বিস্তারের জন্য ভারতে উড়ে যায় এসব পাখি। নয়নাভিরাম এ দৃশ্য উপভোগ করতে ভীড় জমায় প্রকৃতিপ্রেমীরা।

ভারতের গণমাধ্যমগুলো জানায়, দূর থেকে দেখলে মনে হতে পারে গোলাপী রঙা হ্র্রদ। ঝাঁকে ঝাঁকে ডানা মেলে উড়তে শুরু করলে বোঝা যায় এগুলো গোলাপীরঙা ফ্লেমিঙ্গো পাখি।

মুম্বাইয়ের নেরুল শহরে হ্রদজুড়ে দেখা মেলে এসব অতিথি পাখি। পাখিগুলোকে দেখতে প্রতিদিনই ভীড় করে প্রকৃতিপ্রেমীরা। উপভোগ করে নান্দনিক ও মনোমুগ্ধকর দৃশ্য আর পাখির মুখরতা।

প্রায় ৫ ফুট দৈর্ঘের এসব পাখির ওজন ৮ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। লম্বা ডানা ও পায়ের ফ্লেমিঙ্গোগুলো সাধারণত ২০ বছর পর্যন্ত বাঁচে। এই পাখির আদিবাস আফ্রিকা ও দক্ষিণ-পশ্চিম ইউরোপের জলাভূমি অঞ্চলে। তবে, বংশবিস্তারের জন্য প্রতি বছর অক্টোবর থেকে মার্চে ভারতে উড়ে যায় তারা। যা প্রকৃতির অপার সৌন্দর্য্য বাড়িয়ে তোলে বহুগুণ।

মুম্বাই ছাড়াও ভারতের দক্ষিণ ও পূর্ব উপকূলের অনেক স্থানে এ মওসুমে বিভিন্ন প্রজাতির ফ্লেমিঙ্গো পাখির দেখা মেলে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন