আর্কাইভ থেকে বিএনপি

‘স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছে, তাদের অবদান অস্বীকার করে আওয়ামী লীগ’

বিএনপি মহাসচিব মিরজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছে, তাদের অবদান অস্বীকার করে আওয়ামী লীগ।

৩ আগস্ট স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আলোচনায় তিনি আরও বলেন, কারো একক চেষ্টায় দেশ স্বাধীন হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করেছে। তারা আসম রব এবং শাহজাহান সিরাজকে আওয়ামী লীগ স্বীকার করে না। 

ফখরুল বলেন, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে । বর্তমান নির্বাচন কমিশনের কোন দরকার নেই। স্বাধীনতার ইশতেহারের কোন কথাই পুরন হয়নি। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে সব শক্তিকে এক হতে হবে। অধিকার ফিরে পেতে, দানব সরকার কে সরাতে আবারও ঐক্যবদ্ধ হয়ে আত্মত্যাগের মাধ্যমে দেশকে মুক্ত করতে ঝাপিয়ে পড়ার আহবান জানান তিনি।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন