আর্কাইভ থেকে এশিয়া

ঐতিহ্যবাহী সাকুরা উৎসবে মেতেছে জাপানিরা

জাপানি ভাষায় চেরি ফুলের নামই সাকুরা। মার্চ থেকে মে মাস পর্যন্ত চেরিফুল জাপানের সৌন্দর্য বাড়ায়। পাতাঝরা গাছের ডালে ছোট ছোট গোলাপি কুড়ি প্রস্ফুটিত হয়। হাড় কাঁপানো শীত কিছুটা কমলে চেরি ফুল ফুটতে শুরু করে। গুচ্ছবদ্ধ ফুলগুলো সাদা ও লাল রঙের হয়।

চেরি ফুল ফোঁটার অপার সৌন্দর্যকে ঘিরে জাপানজুড়ে ফুল উৎসব সাকুরা নামে পরিচিত। প্রতি বছর ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে সাকুরা উৎসব হাজির হয়।

জাপানে প্রায় দেড় হাজার বছর ধরে সাকুরা উৎসব উদযাপিত হয়ে আসছে। দেশটির ইতিহাস, শিল্প ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটি।

তবে করোনাভাইরাস মহামারির কারণে কিছুটা কড়াকড়ি রয়েছে এবারের উৎসবে। আয়োজনও হচ্ছে সীমিত পরিসরে। তবে করোনা বা কড়াকড়ি কোনোটিই বাধা হয়নি সাধারণ মানুষের আনন্দে। নদীর ধারে বিভিন্ন খাবার দোকানও খোলা রয়েছে।

গোলাপি রঙের চেরিতে ঢেকে আছে জাপানের বিভিন্ন শহরের আকাশ। যা প্রাণ জুড়াবে যে কোনো মানুষের। প্রতিবছর এই দৃশ্য দেখতে দেশটিতে ভিড় করে থাকে ভ্রমণপিপাসুরাও।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন