আর্কাইভ থেকে ক্রিকেট

এসএসসিতেও সাফল্য পেলেন মারুফা আকতার

অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেন মারুফা আক্তার। সম্প্রতি শেষ হওয়া ভারত সিরিজেও দেখিয়েছেন তাঁর বোলিং তাণ্ডব। প্রথম ওয়ানডেতে টাইগ্রেসদের জয়ে বড় অবদান রাখেন তিনি।

মাঠে সাফল্যের পর এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষাতেও সাফল্য পেলেন তিনি। ৪ দশমিক ৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই পেসার।

শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিলেন মারুফা।

রেজাল্ট পাওয়া পর মারুফা জানান, ‘সবার দোয়ায় আমি এই রেজাল্ট করেছি। সবাই দোয়া করবেন, খেলাধুলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।’

মারুফার বাবা মোহাম্মদ আইমুল্লাহ জানান, ‘মেয়ে আমার খেলাধুলা করেও যে রেজাল্ট করেছে, তাতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন, আগামী দিনেও সে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন